November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 22nd, 2022, 8:03 pm

এফডিসিতে কলকাতার পার্নো মিত্র

অনলাইন ডেস্ক :

ঢাকায় শুটিং করছেন পার্নো মিত্র। রাজধানীর এফডিসির এক নম্বর ফ্লোরে শুটিং করছেন তিনি। এই অভিনেত্রীর সঙ্গে বাংলাদেশি অভিনেতা নিকুল শুটিংয়ে অংশ নিয়েছেন বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন। পার্নো মিত্র এদেশের মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ডুব সিনেমায় অভিনয় করেছিলেন। এবার এসেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামে একটি সিনেমায় কাজ করতে। আর কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের এসেছিলেন অভিনেত্রী। জানা যায়, বিএফডিসির একটি শুটিং ফ্লোরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) শেষ হয় তার শুটিং। সিনেমাটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক শিবরাম শর্মা। এতে পার্নোর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা সোমরাজ মাইতি। সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তার প্র¯্রাবের প্রয়োজন হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন, যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমা। এই চলচ্চিত্রে সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। এতে আরও অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশের চুমকি ও নাদিয়া। পার্নো মিত্র বলেন, ‘আমি বরাবরই বাংলাদেশের সিনেমায় কাজ করতে পছন্দ করি। এই দেশ, দেশের মানুষ আমার পরিচিত। এখানে আসলে সবময় মনে হয় বাড়িতেই আছি। তাই কাজের ক্ষেত্রে কখনো আমার সমস্যা হয় না। পার্নো আরো বলেন, ‘সুনেত্রা সুন্দরম সিনেমায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই পরিচালককে ধন্যবাদ দিতে চাই। এমন সুন্দর একটি চরিত্র আমার জন্য আসলেই গর্বের। চলচ্চিত্রটির শুটিং করেছি আমি। কাজের অভিজ্ঞতা অসাধারণ। আশা করছি দুই বাংলার দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে। ’চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় শুটিং শুরু হয়েছিল ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটির।