October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 7:16 pm

এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পীদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক :

রাজধানীর বিএফডিসিতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। নায়ক আলমগীরের নেতৃত্বে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজনে দিনভর চলেছে জন্মদিন পালন। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় সকাল ১০টায় কোরআন খতম দেওয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে এফডিসিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক নায়ক আলমগীর, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কার্যকরী সদস্য অমিত হাসান, জেসমিন, চিত্রনায়ক রিয়াজ, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক নেতা মুশফিকুর রহমান গুলজারসহ আরো অনেকে। এরপর শিল্পী সমিতির নেতৃত্বে সবাই ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখান থেকে ফিরে জাতির জনকের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএফডিসিতে দুপুরে বিরাট প্রীতিভোজে অংশ নেন চলচ্চিত্রকর্মীরা। দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা করা হয়।