October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 31st, 2022, 7:26 pm

এফডিসিতে ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শুরু

অনলাইন ডেস্ক :

ময়ূরাক্ষী’ সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করছেন ববি এটা অনেকেই জানেন। বেশ ঘটা করে ছবিটির মহরত হয়েছে একটি পাঁচতারকা হোটেলে। রশিদ পলাশ পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে আছেন ববি ছাড়াও শিরিন শিলা। ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার আলোচিত তরুণ অভিনেতা খায়রুল বাশারকে। আজ মঙ্গলবার থেকে এফডিসিতে শুরু হচ্ছে ছবিটির শুটিং। এ তথ্য নিশ্চিত করলেন পরিচালক নিজেই। তিনি বলেন, ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের শুটিংয়ের প্রথম দিনে অংশ নেবেন ববি, শিরিন শিলা, দীপ। তবে এফডিসিতে চলছে আন্দোলন। আজ মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা এসেছে চলচ্চিত্রের ১৭টি সংগঠন থেকে। সেই অবস্থায় শুটিং করা নিয়ে পলাশ বলেন, ‘যদি তেমন কিছু হয় তাহলে অন্য কোথাও শুটিং হবে। ইন্ডাস্ট্রির সিদ্ধান্তের বাইরে কিছু করতে চাই না।’ প্রেম ও প্রতারণার গল্প ‘ময়ূরাক্ষী’। এ সিনেমার ফার্স্ট লুক পোস্টার আগেই প্রকাশিত হয়েছে। সেখানে একজন নায়িকার ভূমিকায় দেখা গেছে ববিকে। ববি শাড়ি পরা, সঙ্গে বোল্ড সাজসোজ। হাতে জ¦লন্ত সিগারেট। মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া। তাকিয়ে আছেন উদাস ভঙ্গিতে। পাশে পড়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, মেঝেতে পুড়ছে খবরের কাগজ। সেই খবরের কাগজে আছে তারই ছবি। বেশ আকর্ষণীয় পোস্টার হয়েছে বটে! গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি প্রযোজনা করছে আজ ইন্টারন্যাশনাল।