October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 7:28 pm

এফডিসিতে রিয়াজ ফেরদৌস নিপুণদের আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক :

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ফলে আনন্দের জোয়ার বইছে দেশের মানুষের মনে। যা ছুঁয়ে গেছে চিত্রতারকাদের মনেও। ফলে তারাও উচ্ছ্বাস প্রকাশ করে সামিল হয়েছেন আনন্দ মিছিলে! রাজপথে নেমে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চিত্রতারকা থেখে শুরু করে এফডিসির নির্মাতা ও অন্যান্য কলাকুশলীরা। সোমবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এফডিসিতে আনন্দ মিছিল করতে দেখা যায় চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, নিপুণদের। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, চিত্রপরিচালক কাজী হায়াত, সোহানুর রহমান সোহানসহ অনেকে। এফডিসির প্রশাসনিক ভবন থেকে মূল ফটক ঘুরে কারওয়ান বাজার রেল ক্রসিং ঘুরে আবারও এই আনন্দ মিছিলটি এফডিসিতে এসে শেষ হয়। মিছিল শেষে পরিচালক সমিতির সভাপতি সোহান জানান, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীকে অভিননন্দ জানাতে এই উদ্যোগ। এফডিসির সবগুলোর সংগঠনের পক্ষে কেউ না কেউ উপস্থিত ছিলেন। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হয়। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন বিপ্লব হতে পারে বলে সবাই ধারণা করছেন। এই সাধ্য সাধনের ফলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চলচ্চিত্র পরিষদের প্রধান নায়ক আলমগীর বলেন, বিশ্ব ব্যাংক যখন দেশিয় একটি ষড়যন্ত্রের কারণে মুখ ফিরিয়ে নেয় তখন প্রধানমন্ত্রী নিজের অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী অনেক অনেক ধন্যবাদ। আলমগীর বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘজীবি হোন। সাহসিকতার সঙ্গে আরও বড় বড় কাজ করুন। আমরা আপনার সাথে আছি। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও চিত্রনায়ক রিয়াজ বলেন, জাতির পিতা বলেছিলেন বাঙালিদের দাবিয়ে রাখা যাবে না। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী আবারও প্রমাণ করলেন আমাদের দাবিয়ে রাখা যায় না। দেশ বিদেশের অসংখ্য ষড়যন্ত্রকে ঠেলে আমাদের পদ্মা সেতু চালু হয়েছে। এতে করে আমাদের দেশের আরও সমৃদ্ধি হবে। ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীকে। চিত্রনায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী আমাদের শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করে দেখান। আগামীতে আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে আরও বড় স্বপ্ন দেখতে চাই এবং দেশের সকল মানুষ সেই স্বপ্নের বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে চাই। নিপুণ বলেন, পদ্মা সেতু একটি স্বপ্নের সফল বাস্তবায়ন। এটি সমগ্র মানুষের দেশ বাংলাদেশের একটি বড় অর্জন। প্রধানমন্ত্রীর উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্ব আছে বলেই এই অর্জন সম্ভব হয়েছে। তাই দেশমাতার জন্য অনেক দোয়া ও ভালোবাসা।