October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 30th, 2021, 8:50 pm

এবারই প্রথম আউটলেট উদ্বোধন করলেন বুবলী

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউডের চিত্রনায়িকা শবনম বুবলী। পাঁচ বছরের ক্যারিয়ারে কখনোই তাকে কোনো শো-রুমের উদ্বোধনে দেখা যায়নি। এবারই প্রথম এই নায়িকার হাত ধরে যাত্রা শুরু করলো আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন নামে অভিজাত এক বিউটি সেলুন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গ্রিনরোডের বিটিআই সেন্ট্রাল গার্ডেনের তৃতীয় তলায় বিউটি সেলুনটির দ্বিতীয় শাখা উদ্বোধন করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন চিত্র প্রযোজক টপি খান, আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা লাকীসহ অনেকে। শবনম বুবলী বলেন, ‘একাধিক শো-রুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে-বলে না মেলায় উপস্থিত থাকা হয়নি। টপি ভাই যখন আমাকে আমন্ত্রণ জানালেন আর না করতে পারিনি। আমার প্রথম সিনেমা বসগিরির প্রযোজক উনি। শুরুতে একটা টিম হয়ে কাজ করেছিলাম। তখন থেকেই আমাদের ভাই-বোনের মতো আলাদা বন্ডিং তৈরি হয়।’ ‘এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরের বাইরে এগিয়ে যান দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টা সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।’ কর্ণধার আফরোজা লাকী জানান, নারীদের হেয়ার স্পা, কালার, ব্রাইডাল মেকাপ, পার্টি মেকাপ, ব্ল্যাকস্পট রিমুভ, নেইল কাটিং, মেস্তা রিমুভসহ যাবতীয় সেবা আধুনিকভাবে দেওয়া হয় আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে।