October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 3rd, 2023, 8:08 pm

এবারই প্রথম একসঙ্গে ইমন-ঝিলিক

অনলাইন ডেস্ক :

এর আগে যে তারা দুজন এক হয়ে বিরহের গান করেছেন, তাও কিন্তু নয়। এবারই প্রথম গান গাইলেন একসঙ্গে। অথবা দেশের অন্যতম সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুরে এবারই প্রথম গাইলেন রিয়েলিটি শো থেকে উঠে আসা সফল কণ্ঠ ঝিলিক। গানটির নাম ‘প্রেমের গান’। ইমাদ জুয়েলের কথায় গানটির সুর-সংগীতের পাশাপাশি ঝিলিকের সহশিল্পী হিসেবেও রয়েছেন শওকত আলী ইমন। দুজনকে নিয়ে তৈরি হয়েছে একটি ভিডিও। নির্মাণ করেছেন সোহাগ মাসুদ।

গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘আমি এমনিতেই সিনেমার বাইরে খুব কম গান করি। আর গাওয়ার সংখ্যা তো একেবারেই কম। এবারই প্রথম ঝিলিকের জন্য গান করলাম, গাইলামও। এটা দারুণ একটা অভিজ্ঞতা আমার জন্য। কারণ ঝিলিক তার গায়কীতে আমাকে মুগ্ধ করেছে। বাকিটা শ্রোতারা বিচার করবেন।’ এদিকে শওকত আলী ইমনের সুরে ও সঙ্গে প্রথমবার গান গেয়ে দারুণ উচ্ছ্বসিত ঝিলিক। বলতে চাইছেন, বিলম্বে হলেও দারুণ একটা গান পেয়েছেন তার গুরুতুল্য সঙ্গীত পরিচালকের কাছ থেকে। জানা গেছে ইমাদ মিউজিক স্টেশন থেকে গানচিত্রটি শিগগিরই প্রকাশ হবে অন্তর্জালে।