July 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 10th, 2023, 7:34 pm

এবারই প্রথম ওটিটি’তে ডিপজল

অনলাইন ডেস্ক :

স্ক্রিনে কোনো অভিনেতার উপস্থিতি আপনার হাসির খোরাক জোগায়, আবার একইসঙ্গে তার ভিলেন চরিত্র আপনাকে ভয়ে হিম করে দেয়? নিশ্চিতভাবেই বলা যায়, এ প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। প্রথমেই যার নাম মনে আসে, সে ডিপজল। বাংলা সিনেমায় ভয় জাগানিয়া ও হাস্যরসাত্মক সংলাপের কারণে তিনি অত্যন্ত জনপ্রিয়। অভিনয় থেকে অনেকদিনের বিরতি নেওয়ার পর দর্শকদের আবারও আগের মতো আনন্দ দিতে অভিনয়ে ফিরছেন ডিপজল। সেই আগের মতো তেজস্বী রূপে, মজার সব সংলাপ নিয়ে। প্রথমবারের মতো ওটিটিতে আসছেন এই অভিনেতা। কাবাডি ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে বিরতি ভেঙে ওটিটি’তে ফিরছেন ডিপজল। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে দর্শকরা উপভোগ করতে পারবেন নতুন রূপের ডিপজলকে। এর মাধ্যমেই আভাস পাওয়া যাচ্ছে এ সিরিজ দর্শকদের জন্য হতে যাচ্ছে এ ব্যস্ত সময়ের কমিক রিলিফ। এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে। জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ। এ চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এরপর ঘটনার পরিক্রমায়, তারা জ্যাকপট লাভ করে। এরপর তাদের সঙ্গে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের। শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের অসম্ভব যাত্রা। ওয়েব সিরিজটির গল্পকে আরো জমিয়ে দিতে ‘কাবাডি’তে আরো অভিনয় করেছেন ইন্টারনেট সেনসেশন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু। রুবায়েত মাহমুদের পরিচালনায় সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে মঙ্গলবার (১০ জানুয়ারী)। এ সম্পর্কে আরো জানতে ঘুরে আসুন বায়োস্কোপে।