October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 7:33 pm

এবারই প্রথম ফোক গানে ন্যান্সি

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো ফোক গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি ‘হাঁসফাঁস’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন। গোলাম রাব্বানীর লেখা ও মুরাদ নুরের সুরে গানটির সংগীত আয়োজন করছেন মুশফিক লিটু। গানটি নিয়ে তৈরি হবে একটি মিউজিক্যাল ফিল্ম। শিগগিরই এটি রিলিজ করা হবে। ন্যান্সি বলেন, ‘শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েক বার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তারচেয়ে ভালো হয়েছে। আমার শ্রােতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।’ গোলাম রাব্বানী বলেন, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায় হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয় সেই ফিলটাই মূলত এই গানে পাওয়া যাবে।’ সংগীত পরিচালক মুশফিক লিটু বলেন, ‘অনেক দিন পর একটা নতুন ধরনের গান করলাম। এটা ঠিক রোমান্টিক বা বিরহর গানও না। কখনো কখনো মনে হতে পারে দুটোই। মজাটা এখানেই। ন্যানসিকে নতুনভাবে পাওয়া যাবে।’