October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 23rd, 2023, 8:34 pm

এবারই প্রথম হলিউডে বাংলাদেশি গোয়েন্দা

অনলাইন ডেস্ক :

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই থ্রিলার মাসুদ রানা ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত ‘এমআর-৯: ডু অর ডাই’, সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। শুক্রবার পৃক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবরের বহুল আলোচিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। হলিউড ধাঁচে নির্মিত সিনেমাটি মুক্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীতে একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছিল টিম এমআর-৯। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হলিউড, চাইনিজ ও বাংলাদেশী তারকারা। জানা যায়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ৮৩ কোটি টাকা ব্যয়ে। কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ, বাংলা, হিন্দি, ইংরেজি সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

এসময় পরিচালক আসিফ আকবর বলেন, “বাংলাদেশের সব দর্শকের মাঝে মাসুদ রানা সিরিজ একটা আবেগের জায়গা। সেখান থেকে এটা নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলাম। বলা চলে- অনেকটা দায়িত্ববোধের জায়গা থেকেই প্রায় ৬ বছর ধরে ‘এমআর-৯: ডু অর ডাই’ বানিয়েছি। স্ক্রিপ্টের পেছনে আমরা তিন বছরের বেশি সময় দিয়েছি। ২৬টি ড্রাপ্টের পরে আমরা শুটিং স্ক্রিপ্ট ফাইনাল করেছি। এটার জন্য অনেক রিসার্চ করেছি। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকিনি। আমরা বিশ্বের সব দেশের দর্শকদের নিয়ে রিসার্চ করেছি। সুতরাং সিনেমাটি নির্মাণে আমরা চেষ্টার কোনো ঘাটতি রাখিনি।”

তিনি আরও বলেন, “আজ থেকে ৬০ বছর আগে বাংলাদেশের পাঠক ‘মাসুদ রানা’ বইগুলো গ্রহণ করেছিল। শুধু তাই নয়, এই বইয়ের মাধ্যমে উঠে এসেছিল পুরো দুনিয়ার বেশকিছু ঘটনা। আমি মনে করি এই সিনেমাটি পুরো বিশ্বের দর্শকের কাছে যেতে পারবে। ‘মাসুদ রানা’ সহ আরও যে চরিত্রগুলো ছিল সেগুলোও আমরা দারুণভাবে তুলে ধরতে পেরেছি। এই সিনেমায় ধংস পাহাড়সহ বিদেশের কিছু চরিত্র আমরা যোগ করেছি। এখানে যুক্তরাষ্ট্রের সিআইএ, চীনের এমএসএস এজেন্সি, ভারতের র এজেন্ট এই সিনেমায় বিদ্যমান। এগুলোর সঙ্গে তো বাংলাদেশের মূল জায়গাটি আছেই।” এই সিনেমার সফলতা পেলে হলিউড অভিনেতাদের সঙ্গে বাংলাদেশের অভিনেতাদের নিয়ে আরও কাজ করতে চান বলে নির্মাতা জানান।

তার কথায়, ‘হলিউডে প্রথমবারের মত বাংলাদেশি কোন গোয়েন্দা হিরো পরিচয় করাতে পারছি। এটা দুই দেশের জন্য ঐতিহাসিক বিষয় হতে যাচ্ছে। আমাদের পরিকল্পনা আছে- দর্শকরা যদি এটা গ্রহণ করেন হলিউডের সঙ্গে আমরা কাজ চলমান রাখব।’ এদিকে ‘এমআর-৯’ সিনেমা মিউজিকে অস্কার পাবে বলে মন্তব্য করেছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু। ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমায় এবিএম সুমনের সঙ্গে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। এ ছাড়া ঢাকা থেকে আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি। এ ছাড়া মার্কিন অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছেন মাইকেল জেই হোয়াইট, নিকো ফাস্টার, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন প্রমুখ। সিনেমার চিত্রনাট্য করেছেন পরিচালক আসিফ আকবর, আবদুল আজিজ ও নাজিম উদ দৌলা। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া ও আল ব্রাভো ফিল্মস (যুক্তরাষ্ট্র)।