November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 17th, 2023, 9:37 pm

এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

অনলাইন ডেস্ক :

ঈদের রাতে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ‘হৃদয় তোমাকেই চায়’ শিরোনামে এবারের আয়োজনে তিনি শোনাবেন মোট ১২টি গান। চমক হিসেবে থাকছে ৩টি গজল। এটিএন বাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১২ টি গান। যে গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন এবং ড. মাহফুজুর রহমান। গানগুলোর শিরোনাম হচ্ছে, ‘জানো না’, ‘ভালোবাসি বলে’, ‘আমি তোমার’, ‘বেইমান’, ‘ঠিকানা’, ‘জীবন সাথী’, ‘আমার ভালোবাসা অন্য রকম’, ‘তুমি সত্যি করে বলো’ এবং ‘রিমিক্স দাইমা-২’। আগে প্রকাশ করা হলেও অনুষ্ঠানে থাকছে গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’, ‘রাফতা রাফতা’ এবং চকোরী চলচ্চিত্রের ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’ শিরোনামের গজলগুলো। জানা গেছে, এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ণ করা হয়েছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠানটি। ২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি। বিতর্ক-সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন। নিজের ওপর ভরসা রেখে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।