September 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 25th, 2023, 8:14 pm

এবারের ঈদে দেড় ডজন নাটকে মানসী

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের অভিনেত্রী মানসী প্রকৃতি। চলচ্চিত্র আর নাটক নিয়ে তার ব্যস্ত সময়। গত ঈদে তার অভিনীত ২০টির মতো নাটক টেলিভিশন ও অনলাইন মাধ্যমে প্রচারিত হয়। এরই ধারবাহিকতায় এবারের ঈদেও তাকে নতুন দেড় ডজন নাটকে দেখা যাবে। প্রকৃতি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- আদিবাসী মিজান পরিচালিত ‘রিক্সাওয়ালার ভেলকি ২’ ও ‘মিউচুয়াল চোর’, ইমন রাবেকের ‘এতিমের সংসার ২’, কায়কোবাদের ‘কাম ফ্রম নোয়াখালী’, এস কে শুভর ‘স্টুপিড লাভার’ ও ‘আতর’ প্রভৃতি। এ প্রসঙ্গে মানসী প্রকৃতি বলেন, নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এবার সেভাবে নাটকে কাজ করতে পারিনি। তবে গত ঈদের ছুটি কাটিয়ে একটানা বেশ কয়েকদিন নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলাম।

ঈদে যে কাজগুলো আসছে প্রতিটি কাজই আমার পছন্দের এবং ভিন্ন ঘরানার সব চরিত্র। বর্তমানে আমি কাজের ব্যাপারে বেশ সচেতন। দর্শকদের প্রত্যাশা মাথায় রেখেই কাজ করছি। আশা করছি, বরাবরের মতো এবারের ঈদের কাজগুলো সবার মন ছুঁয়ে যাবে। গেল ঈদে প্রকৃতি অভিনীত নাটকের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল রিক্সাওয়ালার ভেলকি’। নাটকটি নিয়ে দর্শকদের কাছ থেকে এখনো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এই ঈদের জন্য নির্মিত হয়েছে ‘রিক্সাওয়ালার ভেলকি ২’। এই নাটকেও প্রকৃতির সহশিল্পী জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো হচ্ছে- ‘রং রোড-আদুরী অধ্যায়’, ‘যন্ত্রণা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’। ঈদের পর ধারাবাহিকভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।