November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 7:39 pm

এবার অভিনয়ে ইশতিয়াক

অনলাইন ডেস্ক :

গায়ক হিসেবে শ্রোতাদের মনে জায়গা পেয়েছেন জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন এর গায়ক শেখ ইশতিয়াক। এবার তিনি একটি শর্টফিল্মে অভিনয় করলেন। যেটির নাম ‘হরিহর’। হরিহর শব্দটির অর্থ আপন কেউ, আত্মার সম্পর্ক। কিছু বন্ধু থাকে যাদের সাথে সম্পর্ক টা এমন হয়। যেহেতু বন্ধুত্বের গল্পে নির্মিত হয়েছে এটি তাই এর নামকরণ করা হয়েছে হরিহর, জানালেন পরিচালক সাদেক সাব্বির। এতে আরও অভিনয় করেন সাব্বির আহমেদ ও সাইমা স্মৃতি। পরিচালক জানান, এটি মূলত বন্ধুত্বের গল্পে নির্মিত। শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর হরিহর ওটিটি প্লাটফর্ম বায়স্কোপেও দেখা যাবে। পরিচালক সাদেক সাব্বির বলেন, যেহেতু ওটিটি নির্ভর কাজ, তাই একটু শিল্পী নির্বাচনে ভিন্নতা রাখতে চাচ্ছিলাম। অনিমেষ দাদাকে ইশতিয়াকের নাম দিলে উনি রাজি হয়ে যান। তাছাড়া ওর লুকের জন্য আমার গল্পে স্ক্রিনে খুব ভালো লাগবে বলেই মনে হয়েছিল। দীর্ঘদিনের সম্পর্কের কারণে ওর দক্ষতা নিয়ে আগেই আমার ধারণা ছিল। নির্মাতা বলেন, ইশতিয়াককে রিকোয়েস্ট করলে প্রথমে সে অভিনয় করতে চায়নি। যেহেতু সে আমার ভার্সিটির ছোট ভাই তাই সম্পর্কের কারণে আর না করতে পারেনি। শেষ পর্যন্ত কাজটা আমরা একসঙ্গে করতে পেরেছি। পরিচালক বলেন, আমি গল্পটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। এটি দর্শকের ভাল লাগবে। কারণ বন্ধু ছাড়া মানুষ অচল। বন্ধু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বন্ধুত্বের নানা দিক এতে তুলে ধরেছি। শেখ ইশতিয়াক গানের মানুষ হলেও তিনি খুবই চমৎকার অভিনয় করেছেন। হরিহর একটি আলফা আই প্রোডাকশন। প্রযোজনা করেন শাহরিয়ার শাকিল ও ক্রিয়েটিভ প্রোডিউসার ছিলেন অনিমেষ আইচ।