June 10, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 6th, 2022, 7:43 pm

এবার অ্যাম্বুলেন্স চালক মেহজাবীন

অনলাইন ডেস্ক :

অ্যাম্বুলেন্স চালাচ্ছেন ছোট পর্দার তারকা মেহজাবীন চৌধুরী। অন্তর্জালে তেমন একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশন জুড়েছেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরনের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারবো কি না! কারণ, কার ড্রাইভ করলেও আগে কখনও মাইক্রোবাস ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম।’ এই ভিডিও প্রসঙ্গে মেহজাবীন জানিয়েছেন, ঈদের নাটকের শুটিংয়ের দৃশ্য এটি। চরিত্রের নাম মেঘলা। তিনি মূলত একজন শিক্ষার্থী। পাশাপাশি মানুষের জীবন বাঁচাতে অ্যাম্বুলেন্স চালানোর কাজ করেন। নাম ঠিক না হওয়া নাটকটির শুট শুরু হয়েছে গত শনিবার। জাহান সুলতানার রচনায় পরিচালনা করছেন অনন্য ইমন। পরিচালক জানিয়েছেন, গল্পটি বেশ মানবিক। দারুণ একটি কাজ শেষ করলাম আমরা। নাটকটিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, জিয়াউল হাসান কিসলু ও রেশমাসহ অনেকেই।