October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 13th, 2021, 5:27 pm

এবার ই-কমার্সের চাকরি ছাড়লেন নায়ক নিরব

অনলাইন ডেস্ক :

গত ১ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠান ‘শ্রেষ্ঠ’র জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন চিত্রনায়ক নিরব হোসাইন। দুই মাস না পেরুতেই পদ থেকে ইস্তফা দিয়েছেন এই নায়ক। সোমবার চাকরিটি ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন এই তারকা। এদিকে, সাম্প্রতিক প্রতারণার অভিযোগে দেশের বেশ ক’টি ই-কমার্স প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করা হয়েছে। শুধু মালিকই নন, ৮ অক্টোবর গ্রেফতার করা হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান আরজে নীরবকেও। এরমধ্যে ইভ্যালি থেকে চাকরি ছাড়লেন অভিনেত্রী শবনম ফারিয়াও। একই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেদের প্রত্যাহার করেছেন তাহসান খান ও মিথিলাও। ধারণা করা হচ্ছে নায়ক নিরবও সেই ধারাবাহিকতায় চাকরি থেকে অব্যাহতি নিলেন।
যদিও চাকরি ছাড়ার কারণ হিসেবে অভিনেতা নিরব জানান, শুটিং ব্যস্ততায় সময় মেলাতে পারছেন না তিনি। নিরব বললেন, ‘ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এগুলোর শুটিং টানা করতে হবে। পাশাপাশি সামনে আমার কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সেগুলোর প্রচারণাতেও অংশ নিতে হবে। তাই চাকরিটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। নিজ থেকেই চাকরিটা ছেড়ে দিয়েছি।’ সাম্প্রতিক প্রতারণা ও বিভিন্ন মামলায় ই-কমার্স নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বিরূপ ধারণা তৈরি হয়েছে। সেটাকেও গুরুত্ব দিচ্ছেন এই চিত্রনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণের জন্যই আমরা তারকা। তাদের যে খাতে বিশ্বাস নেই, সে খাতে নিজেও থাকছি না। ই-কমার্স নিয়ে সম্প্রতি ঘটনাগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। তাই এর সঙ্গে নিজের সম্পৃক্ততা আর রাখছি না। আমি অভিনয়ের মানুষ, অভিনয় নিয়েই থাকতে চাই।’ এদিকে, কিছুদিন আগে মুক্তি পেয়েছে নিরব অভিনীত সিনেমা ‘চোখ’। আর মুক্তির অপেক্ষায় আছে ‘ক্যাসিনো’, ‘অমানুষ’ ও ‘ফিরে দেখা’ সিনেমাগুলো।