March 21, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 13th, 2023, 7:47 pm

এবার একসঙ্গে অপূর্ব ও তটিনী

অনলাইন ডেস্ক :

গেল ভালোবাসা দিবসে ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্পে ‘সময় সব জানে’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈদের নাটক নিয়ে। আসছে ঈদের জন্য নতুন একটি নাটকের শুটিং করলেন তিনি। নাটকের নাম ‘এসো হাতটা বাড়াও’। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বাঁধলেন তটিনী। গোলাম সারোয়ার অনিকের গল্পে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। নাটকে নার্সের চরিত্রে দেখা যাবে তটিনীকে আর রোগী অপূর্ব। তটিনী বলেন, ‘আমি খুবই ভাগ্যবতী যে অল্প সময়েই আমার অনেক পছন্দের শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, অবশেষে সেটাও পূরণ হলো। ভাইয়া অনেক বেশি সাপোর্টিভ ছিল, কোন ভুল হলেও কখনো বিরক্ত হননি বরং উৎসাহ দিয়েছেন।’ অপূর্ব বলেন, ‘গল্পটা সুন্দর, পিওর রোমান্টিক। রোমান্টিক হলেও কিছু মজার মজার দৃশ্য রয়েছে যেগুলা দর্শকরা পছন্দ করবে। আর তটিনীর সঙ্গে এটাই প্রথম কাজ। সবার কাছেই তটিনীর নামে বেশ প্রশংসা শুনলাম। দেখেও মনে হলো, কাজের প্রতি বেশ ডেডিকেটেড। এই ডেডিকেশন ধরে রাখতে পারলে ভালো করবে। অনেক শুভকামনা।’ নির্মাতা জানান, আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। অপূর্ব-তটিনী ছাড়া এখানে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, মিমি প্রমুখ।