অনলাইন ডেস্ক :
মার্শাল আর্ট হিরো হিসেবে বাংলা চলচ্চিত্রে পা রাখেন মাসুম পারভেজ রুবেল। ফাইট ডিরেক্টর, প্রযোজক ও পরিচালক হিসেবেও তিনি সমান সফল। রুবেলের ভক্ত আরেক চিত্রনায়ক অনন্ত জলিল। এবার দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। গত বুধবার সকাল থেকেই একসঙ্গে আছেন দুই প্রজন্মের এই দুই নায়ক। এদিন সকাল থেকেই ‘কিল হিম’ সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন রুবেল ও অনন্ত জলিল। অবশ্য রুবেলের বিপরীতে লড়তে শুটিং শুরুর আগেই মার্শাল আর্ট শিখেছেন অনন্ত জলিল। দুজনেই রয়েছেন অ্যাকশন মুডে। পরিচালক মো. ইকবাল বুধবার বলেন, রুবেল ভাই এবং অনন্ত জলিল অনেকদিন ধরে অপেক্ষা করছেন একসাথে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য। বৃহস্পতিবার (২রা মার্চ) সকাল থেকে তারা দুজন ‘কিল হিম’ সিনেমায় একসঙ্গে অ্যাকশন দৃশ্যে শুটিং করছেন। চলতি বছরের শুরুতেই ‘কিল হিম’ সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। বরাবরের মতো এবারও অনন্তের বিপরীতে দেখা যাবে বর্ষাকে। এছাড়াও আরও অভিনয় করছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকেই। আসছে রোজার ঈদে সিনেমাটি সারা দেশে মুক্তির পরিকল্পনা করছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ