November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 6th, 2022, 7:27 pm

এবার এক মঞ্চে নগরবাউল, অর্থহীন ও আর্টসেল

অনলাইন ডেস্ক :

রাজধানীতে একইমঞ্চে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় তিন ব্যান্ড নগর বাউল, অর্থহীন ও আর্টসেল। আসছে ১৬ সেপ্টেম্বরের এই কনসার্টটি নিয়ে মুখিয়ে আছেন ভক্ত অনুরাগীরা। বসুন্ধরা আইসিসিবি হল ৪ এ অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত এই কনসার্ট। আয়োজকরা আরও জানান, নগর বাউল, অর্থহীন ও আর্টসেল ছাড়াও লাইন আপে যুক্ত হয়েছে বেশকিছু জনপ্রিয় ব্যান্ড। এরমধ্যে আছে পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, স্যাভেজারি, প্লাজমিক নক, অনকোর। এবারের ইভেন্টে আয়োজকরা দর্শকদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রেখেছেন। রেগুলার টিকিট, যার মূল্য ৫৫০ টাকা। ভিআইপি টিকেট, যার মূল্য ১২৫০ টাকা। ভিআইপি টিকিটের ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে আরও বিভিন্ন স্যুভেনিয়্যর। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইট থেকে।