October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 16th, 2023, 7:46 pm

এবার ওয়েব সিরিজে একসঙ্গে মিম-নাঈম

অনলাইন ডেস্ক :

‘পরাণ’ সিনেমা দিয়ে গেল বছর আলোচনার তুঙ্গে ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বর্তমানে ব্যস্ত আছেন কলকাতার ‘মানুষ’ সিনেমা নিয়ে, যেখানে মিমের বিপরীতে কাজ করছেন জিৎ। নতুন খবর হচ্ছে, নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন মিম। নাম ঠিক না হওয়া সিরিজটির শুট হবে দ্রুতই। সিরিজটিতে আরও অভিনয় করছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্তসহ অনেকেই। হইচই বাংলাদেশের ব্যানারে সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। যদিও এই সিরিজ প্রসঙ্গে আনুষ্ঠানিক মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা। মিম বলছেন, এ বিষয়ে আমি এখনই বিস্তারিত জানাতে পারব না। এটা প্লাটফর্ম থেকেই আনুষ্ঠানিকভাবে জানাবে। তবে হইচই এর গল্প বলার ধরন আমার ভালো লাগে। প্লাটফর্মটির সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে ভালো কিছুই হবে।