অনলাইন ডেস্ক :
২০২১ সালের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আরিয়ান খান। শাহরুখপুত্রের মাদক কা- নিয়ে তোলপাড় শুরু হয় বলিউডে। কারাভোগের পর জামিনে বাসাতে ফেরেন তিনি। যদিও সেসব এখন অতীত। বেশ কিছুদিন গৃহবন্দি অবস্থায় থাকার পর আজকাল কখনও আইপিএলের টেবিল-মাঠে, তো কখনও বলিউডের পার্টিতে দেখা মিলছে তার। তবে শুধু তাই নয়, ক্যারিয়ার নিয়েও ভাবছেন তিনি। আর অনুপ্রেরণা যে তার বাবা খোদ শাহরুখ খান, সেটা নিশ্চিত। তবে অভিনয় নয়, পরিচালনা দিয়ে ক্যারিয়ার সাজাতে চাইছেন আরিয়ান। জানা যাচ্ছে, অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ পরিচালনায় দেখা মিলবে তার। আপাতত সেই কাজের প্রস্তুতি নিচ্ছেন মন দিয়ে। চলতি সপ্তাহের দুইদিন এর পরীক্ষমূলক শুটিংও করেছেন আরিয়ান। তবে কবে ফ্লোরে যাবে এই সিরিজটি- সে তথ্য এখনও মেলেনি! সূত্র মতে, খুবই মন দিয়ে কাজ করছেন আরিয়ান। শুধু আমাজনের ওয়েব সিরিজটির শুট নয়, এটির পর রেড চিলিজ অর্থাৎ শাহরুখ-গৌরির প্রযোজনা সংস্থার তরফেও একটি সিনেমা বানাবেন আরিয়ান। পূর্ণদৈর্ঘ্যরে ছবি হবে সেটা। আরিয়ানের পাশাপাশি চলতি বছরে বলি অধ্যায় শুরু করেছেন শাহরুখ কন্যা সুহানাও। জোয়া আখতারের ‘অর্চি কমিক্স’র বলিউড ভার্সনে দেখা মিলবে তার। সঙ্গে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভের নাতি অগস্ত্য নন্দা। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ