অনলাইন ডেস্ক :
বলিউডে যাত্রা করার জন্য প্রস্তুত ইব্রাহিম খান, একাধিক ছবির অফারও রয়েছে তার হাতে, এমনটাই জানিয়েছিলেন ইব্রাহিমের বাবা সাইফ আলি খান। ইব্রাহিম খানের প্রথম ছবি কবে মুক্তি পাবে সে তো সময়ই বলবে। ইব্রাহিমের কাজ হবে ক্যামেরার পিছনে। করণ জোহরের সঙ্গে সহকারী হিসেবে বলি যাত্রা শুরু করছেন ইব্রাহিম। এই মুহূর্তে রণবীর সিং এবং আলিয়া ভাটকে নিয়ে রকি অউর রানি কি প্রেম কাহানির শুটিং করছেন করণ। আপাতত করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ করে হাত পাকাচ্ছেন ইব্রাহিম খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে রকি অউর রানির সেটে ইব্রাহিমের ছবি। সেই ছবিতে রয়েছেন রণভীর সিং-আলিয়া ভাট ছাড়াও ছবির অন্য সদস্যরা।
আরও পড়ুন
এবার সাদামাটির পাহাড়ে ‘ইত্যাদি’
শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য ‘সিসিমপুর’
ডিভোর্স লেটার পেয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললেন রাজ