October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 24th, 2022, 7:42 pm

এবার করণ জোহরের বিরুদ্ধে চুরির অভিযোগ

অনলাইন ডেস্ক :

বলিউডের প্রভাবশালী প্রযোজক-পরিচালক করণ জোহরের বিরুদ্ধে ছবির চিত্রনাট্য ও গান চুরির অভিযোগ উঠেছে। রোববার ধর্ম প্রডাকশনের ‘যুগ যুগ জিও’ ছবির ট্রেলার প্রকাশিত হওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রযোজক বিশাল সিংহ ছবিটির বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ তুললেন। বিশালের দাবি, ২০২০ সালে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নথিভুক্ত করা ‘বানি রানি’ ছবির মূল ভাবনা চুরি করে বানানো হয়েছে ‘যুগ যুগ জিও’। ২০২০ সালেই ছবিটির সহপ্রযোজক হওয়ার প্রস্তাব দেন বিশাল, রাজিও হন করণ জোহর। পরে তাঁকে না জানিয়েই ‘যুগ যুগ জিও’ নামের ছবিটির শুটিং করা হয়। এসংক্রান্ত যাবতীয় কাগজপত্র টুইটারে শেয়ারও করেন বিশাল। আরেকটি টুইটে ২০২০ সালে করণের ধর্ম প্রডাকশনে পাঠানো মেইলের স্ক্রিনশট প্রকাশ করে বিশাল লেখেন, ‘এবার মামলা করব। ’ এদিকে ‘যুগ যুগ জিও’ ছবির গান নিয়েও উঠেছে চুরির অভিযোগ। অভিযোগ করেছেন পাকিস্তানের গায়ক ও রাজনীতিবিদ আবরার উল হক। আবরারের দাবি, ট্রেলারে ব্যবহৃত গানটির সুর তাঁর ‘নাচ পাঞ্জাবন’ গান থেকে নেওয়া হয়েছে। শুধু এটিই নয়, আগে আরো পাঁচবার তাঁর গান চুরি করেছে বলিউড। এবার করণ জোহরকে হুমকি দিলেন পাকিস্তানি গায়ক, ‘আইনি রাস্তায় হাঁটব আমি। ’ আবরারের গানটি শুনলে সত্যিই মিল পাওয়া যায় ‘যুগ যুগ জিও’র গানটির সঙ্গে। তবে আগের গানগুলো নিয়ে বিস্তারিত জানাননি আবরার। রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিও’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি, অনিল কাপুর ও নীতু কাপুর। ২৪ জুন ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।