October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 20th, 2022, 8:11 pm

এবার কাতার বিশ্বকাপে ৩ নারী রেফারি

অনলাইন ডেস্ক :

পুরুষদের খেলায় ম্যাচ পরিচালনা করছেন নারী রেফারি। ব্যতিক্রমী দৃশ্য হলেও ধীরে ধীরে নিয়মিত হচ্ছে তা। এবার কাতার ফুটবল বিশ্বকাপেও লাগল সেই ছোঁয়া। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম বারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি। কাতার বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে তিন জন নারী রেফারি হলেন, ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। তাছাড়া তিন জন নারী সহকারী রেফারিও থাকছেন এবারের বিশ্বকাপে। এ ব্যাপারে ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কোল্লিনা বলেন, ‘সবসময়ের মতো এবারও কোয়ালিটি ফার্স্ট মানদ- ব্যবহার করেছি এবং নির্বাচিত ম্যাচ অফিশিয়ালরা বিশ্ব জুড়ে উচ্চ পর্যায়ের রেফারিংয়ের প্রতিনিধিত্ব করে। আমরা পরিষ্কারভাবেই মানের ওপর জোর দিয়েছি, লিঙ্গের ওপর নয়।’