October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 27th, 2023, 8:12 pm

এবার কেজিএফের রেকর্ড ভাঙলেন সানি দেওল

অনলাইন ডেস্ক :

দুই বাংলার সিনেমায় শুধু অভিনয় নয়, মাঝে মাঝেই গান গেয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পাশাপাশি গত ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গার্ল হিসেবে দেখা মিলেছে তার। এছাড়াও রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের ‘মেনুকা’ গানে কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী। তবে ক্যারিয়ারের এমন সময়ে এসে ভক্তদের মন খারাপ করা খবর দেন তিনি। বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন ফারিয়া। যে কারণে গত ১৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে চোখে অস্ত্রোপচার করান। তখন থেকেই বিশ্রামে আছেন তিনি।

ফারিয়া ভক্তরাও প্রিয় অভিনেত্রীর ফেরার অপেক্ষায় আছেন। তবে তাদের অপেক্ষার পালা এবার শেষ করতে চাচ্ছেন এই অভিনেত্রী। ফারিয়া জানান, এখন অনেকটাই সুস্থ তিনি। শিগগিরই কাজে ফিরবেন এ অভিনেত্রী। ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল। সেটা নিয়েই কাজ করছিলাম। একসময় ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আমাকে বিশ্রামে থাকতে হবে। এরপর কাজে ফিরতে পারবো বলে আশা রাখছি।’

জানা গেছে, ২৫ সেপ্টেম্বর কলকাতার সিনেমার কাজ শুরু করবেন তিনি। এ ছাড়া ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথাও রয়েছে এই অভিনেত্রীর। উৎসবটিতে প্রদর্শিত হবে তার অভিনীত সিনেমা ‘মুজিব :একটি জাতির রূপকার’।