February 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 23rd, 2021, 2:22 am

এবার চ্যালেঞ্জিং চরিত্রে নিরব

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণ হতে যাচ্ছে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমা। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এ সিনেমার পরিচালক মুশফিকুর রহমান গুলজার। বৃহস্পতিবার বিকালে এফডিসিতে এই সিনেমায় চুক্তিবদ্ধ হন চিত্রনায়ক নিরব। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নিরব নিজেই। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমার শুটিং। এতে কিশোর বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবেন সৌম্য। নিরব জানালেন, ‘অনুদানের সিনেমা হিসেবে ২০১৯-২০২০ অর্থবছরে এটা আমার তৃতীয় কাজ। এখানে আমার চরিত্রটি হলো বঙ্গবন্ধুর বোনের জামাতা সৈয়দ নুরুল হকের। অনেক গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তাই সানন্দে কাজটিতে যুক্ত হয়েছি।’ ১৯৩০ সালের প্রেক্ষাপটে আবর্তিত হবে এই সিনেমার গল্প। তাই সিনেমার দৃশ্য এবং অভিনয়শিল্পীদের পোশাক-আশাকে থাকবে সেই ছাপ। এ বিষয়ে নিরব বলেন, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং একটা কাজ। ৯০ বছর পেছনে ফিরে যাওয়া, ওই সময়টা নিজের মধ্যে ধারণ করা চাট্টেখানি কথা নয়। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’