অনলাইন ডেস্ক :
রোমান্টিক সায়েন্স ফিকশন গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘ডিলিট’। সুজন বড়ুয়ার পরিচালনায় এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মৌ খান। মৌ জানান, কিছুদিন আগে ডিলিট ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি বলেন, এ গল্পটি ভীষণ চমৎকার। সবকিছু জেনে শুনে ভালো লেগেছে। এজন্য এতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটি যে হবে এই নিশ্চয়তা পেয়েছি। প্রযোজক অবস্থাপন্ন। আমার বিশ্বাস কাজটি ভালো হবে। এপ্রিলে শুটিং শুরু হবে ‘ডিলিট’র। ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় ‘ডিলিট’ ছবির শুটিং শুরু হতে পারে এপ্রিলে। পরিচালক সুজন বড়ুয়া জানান, সাইন্স ফিকশনের পাশাপাশি ফ্যান্টাসি রোমান্টিকতাও থাকবে। সুজন বড়ুয়া জানান, গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়নি। নিউরোসায়েন্স ও মনস্তাত্ত্বিক অনেক বিষয় উঠে আসবে। দুই মাস ধরে তিনি এই গল্প ও স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। সিনেমার নায়ক এখনো নিশ্চিত হয়নি। কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলছে। প্রথমসারীর কাউকে হয়তো নেয়া হবে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ