November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 8th, 2024, 8:06 pm

এবার ঢাকায় আসবেন ডি মারিয়া

অনলাইন ডেস্ক :

গত বছর বাংলাদেশে ঘুরে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, পরে এসেছিলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। তাদের আগমনে ঢাকায় সাজসাজ রব পড়েছিল। এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আরেক সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া ঢাকায় আসছেন। ভারতের কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ডি মারিয়ার বাংলাদেশ সফরের খবরটি নিশ্চিত করেছেন। এবছরের মাঝামাঝি সময়ে ডি মারিয়া আসবেন বলে শতদ্রু কলকাতা থেকেবলেছেন, ‘২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (পোর্তো) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেননি।

২০২৪ সালের মের শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবেন তিনি, এটা নিশ্চিত হয়ে বলছি।’ গত বছরের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে রোনালদিনহো ঢাকায় এসেছিল শতদ্রুর মাধ্যমেই। যদিও দুই বিশ্ব তারকার আসা নিয়ে বিতর্ক কম হয়নি। শতদ্রু বলেছেন, ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারেন (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় সেটা হতে পারে।’