October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 22nd, 2023, 6:39 pm

এবার ধানকাটা শ্রমিকের জীবনের গল্পে সিনেমা

অনলাইন ডেস্ক :

সাধারণ অর্থে ধানকাটা শ্রমিকদের বলা হয় দাওয়াল। তবে বিষয়টি এ পর্যন্ত থাকলে সেটি নিয়ে আলাপের প্রয়োজন ছিলো না। বাংলা তথা বাংলাদেশের খাদ্যনিরাপত্তার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই দাওয়াল সম্প্রদায়। ১৯৪৮-৯০ সালের দিকে ধান/চাল সংকটে থাকা ফরিদপুর ও ঢাকা জেলার অসংখ্য মানুষ খুলনা-বরিশাল অঞ্চলে ধান কাটার মৌসুমে দল বেঁধে দিনমজুর হিসেবে যেত। পারিশ্রমিক হিসেবে কিছু ধান নৌকায় ভরে ফিরে আসতো নিজেদের ঘরে। খাদ্যশস্যের জন্য দাওয়ালদের এই দীর্ঘ ভ্রমণ ও জীবনযুদ্ধ নিয়ে রয়েছে অসংখ্য গল্প বা ঘটনা। তারই বিশেষ কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাওয়াল’। এটি নির্মাণ করছেন পিকলু চৌধুরী। যিনি এর আগে নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও ডকুমেন্টারি নির্মাণ করে হাত পাকিয়েছেন। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি পিরিয়ডিক্যাল গল্পের সিনেমা। গল্পই এই ছবির প্রধান আকর্ষণ। তাই ছবিটির অধিকাংশ শিল্পীই থিয়েটার থেকে নেওয়া হচ্ছে। আশাকরি সব ঠিকঠাক করে আগামী মার্চের মধ্যেই শুটিংয়ে নামতে পারব।’ ইতোমধ্যে ছবিটির সংগীত পরিচালক হিসেবে চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরীর সম্পৃক্ততা নিশ্চিত করেছন পিকলু। ধীরে ধীরে ছবিটির অন্যান্য কলাকুশলী ও শিল্পীদের নাম জানানো হবে। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া চলচ্চিত্র ‘দাওয়াল’। ছবিটি নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন নির্মাতা। সরকারি অনুদানের পাশাপাশি ছবিটির সহ প্রযোজক হিসেবও রয়েছেন নির্মাতা রকিবুল হাসান চৌধুরী পিকলু।