October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 16th, 2022, 7:46 pm

এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক :

সিনেমায় নায়ক আর রাজপথে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা হিসেবে অনেক চমক দেখিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনী মাঠেও লড়াকু-জাত চেনালেন নিজের। এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। যোগ দিচ্ছেন একটি ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠানে! বিষয়টি চাকরির মতো হলেও সংশ্লিষ্টরা দাবি করছেন ‘উদ্যোক্তা পরিচালক’! ভিসতা ইলেকট্রনিক্স-এর পরিচালক উদয় হাকিম জানান, ‘ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা হিসেবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসেবে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিচ্ছেন।’ এ উপলক্ষে ভিসতার পক্ষ থেকে গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করা হয়েছে। যেখানে হাজির থাকবেন ইলিয়াস কাঞ্চনসহ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটির কর্তারা। আজ মঙ্গলবার ঢাকার একটি অভিজাত হোটেলে এই আনুষ্ঠানিকতা হবে। এদিকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে। জানা গেছে, এরমধ্যে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। আগেও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে যুক্ত হয়েছেন তারকা শিল্পীরা। এরমধ্যে সর্বশেষ অভিনেতা আজিজুল হাকিম যুক্ত হয়েছেন ওয়ালটন-এ।