অনলাইন ডেস্ক :
বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আবদুর রাজ্জাককে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। হাই পারফরম্যান্স ইউনিটের আসন্ন ক্যাম্পে স্পিন পরামর্শকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্জাক নিজেই। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে রাজ্জাক বলেন, ‘যদি সব কিছু পরিকল্পনা অনুসারে চলে তাহলে আমি এইচপির ক্যাম্পে যোগ দেবো। আসলে বিষয়টা এমন নয় আমি কোচিংয়ে মনোনিবেশ করেছি। তবে মনে হয় আমার সেই অভিজ্ঞতা আছে, যা তরুণদের সঙ্গে শেয়ার করতে পারি। এটা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হবে। ’ বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘আমরা এখনও বিদেশি স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই রাজ্জাককে এইচপি ক্যাম্পে নিতে চেষ্টা করছি। আশা করছি, সে যদি তার সময় ম্যানেজ করতে পারে, তাহলে অসাধারণ কাজ করতে পারবে। আর তার দিক নির্দেশনাও ছেলেদের দক্ষতা বাড়াতে সহয়তা করবে। ’
আরও পড়ুন
ভারত টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিটন
বাংলাদেশের সাথে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সাকিবের বাজিমাত