অনলাইন ডেস্ক :
মাঠে নান্দনিক ফুটবল উপহার দেওয়া ব্রাজিল সুপারস্টার নেইমার মাঠের বাইরে কাটান উদ্দাম জীবন। প্রচুর পার্টি করতে পছন্দ করেন। সেইসঙ্গে পছন্দ করেন নারীসঙ্গ। তার বান্ধবীর অভাব নেই। অতীতে ফিরে তাকালে ব্রুনা, লারিসা, থাইলা আয়লা, কারোলিনা, বারবারা ইভানস, লারিসা অলিভেইরা- কত নাম উঠে আসে। সেই তালিকায় যুক্ত হলেন জেসিকা তুরিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘জিশোডটগ্লোবো’ দাবি করেছে, সুপারস্টার নেইমার নতুন সঙ্গী জুটিয়েছেন। সেই নতুন সঙ্গী জেসিকা ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন। এখন তিনি মডেলিংয়ের পাশাপাশি অনলাইনে মানুষকে অনুপ্রাণিত করার কাজ করেন। কাতার বিশ্বকাপে নেইমারের গোলের পর ব্রাজিলের জার্সিতে থাকা সিবিএফের লোগোতে চুমো আঁকতেও দেখা গেছে গ্যালারিতে থাকা জেসিকাকে। কিন্তু এতেই তো আর প্রেম হয়ে যায় না। নেইমারের জন্য অসংখ্য তরুণী এমন পাগলামি করেন। কিন্তু জিশোডটগ্লোবো দাবি করেছে, নেইমারের নিউ ইয়ার পার্টিতে আমন্ত্রিতদের মাঝে ছিলেন ব্রাজিলিয়ান মডেল জেসিকা তুরিনি। ওই ঘটনা থেকেই গুঞ্জন রটে যায়, সাও পাওলোর ৩০ বছর বয়সী এই মডেল হয়তো নেইমারের নতুন প্রেমিকা। কারণ, নেইমারের পার্টিতে যাওয়া সাধারণ কোনো ব্যাপার নয়। তাই জেসিকা যদি নেইমারের প্রেমিকাও হন, অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা