অনলাইন ডেস্ক :
‘মনিকর্ণিকা’ নামের ছবির মাধ্যমে পরিচালনায় পা রেখেছিলেন বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার দ্বিতীয়বারের মতো ছবি পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন তিনি। শুধু পরিচালনা নয়, এই ছবির প্রযোজক ও প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন তিনি! নতুন এই ছবির নাম ‘ইমার্জেন্সি’। বৃহস্পতিবার এলো ছবির টিজার। যেখানে ইন্দিরা গান্ধির ভূমিকায় দেখা গেছে কঙ্গনাকে। একেবারে হুবুহু লুকে প্রশংসাও পাচ্ছেন কঙ্গনা! ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি। কঙ্গনার এই ছবিতে সেই সময় ই তুলে ধরা হয়েছে। হুবুহু ইন্দিরার লুকে হাজির হতে হলিউড থেকে প্রস্থেটিক আর্টিস্টকে নিয়ে এসেছিলেন কঙ্গনা। অস্কারজয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কি কাজ করেছেন ‘ইমারজেন্সি’তে। তার কিছু ঝলক দেখা গেল টিজারে! ইমারজেন্সি ছবিটিকে ইন্দিরার বায়োপিক বলতে নারাজ কঙ্গনা। জানিয়েছেন, এটা একটা রাজনৈতিক ছবি। বৃহস্পতিবার টিজারটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘তাকে নিয়ে এলাম, যাকে স্যার বলা হত’।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ