October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 3rd, 2023, 8:03 pm

এবার বই আকারে গানের অ্যালবাম

অনলাইন ডেস্ক :

বই কেনাবেচা এবং বইকেন্দ্রিক আড্ডা-আলোচনার সবচেয়ে বড় আয়োজন একুশে বইমেলা। গত বুধবার থেকে বাঙালির আবেগ-ভালোবাসায় মিশে যাওয়া এই মেলা শুরু হয়েছে। বইমেলায় মূলত নতুন নতুন বই প্রকাশিত হয়, বিক্রি হয়। তবে এবার একটি ভিন্ন ঘটনার জন্ম দিচ্ছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। তাদের নতুন অ্যালবাম প্রকাশ হবে বইমেলায়। অ্যালবামটির নাম ‘দ্য অনলি হেডলাইনার’। এটি ‘শিরোনামহীন’র সপ্তম অ্যালবাম। যা সাজানো হয়েছে ২০টি লাইভ পারফর্মেন্সসহ মোট ২২টি কনটেন্ট দিয়ে। আগামী ১৫ ফেব্রুয়ারি শিখা প্রকাশনীর স্টলে (৪৩-৪৬) এর মোড়ক উন্মোচন করা হবে। চমকপ্রদ ব্যাপার হলো, এই অ্যালবাম প্রকাশ হচ্ছে বই আকারে। এর পাতায় পাতায় থাকছে গান, গানের কথা এবং তার পেছনের গল্পগুলো। এ ছাড়া ইউটিউব লিংকের কিউআর কোড থাকছে, যা স্ক্যান করলেই শ্রোতারা অ্যালবামের গানগুলো পেয়ে যাবেন। ঘরে বসেও রকমারি ডটকমের মাধ্যমে অ্যালবামটি সংগ্রহ করা যাবে। ব্যতিক্রমী এই প্রজেক্ট নিয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেন, “শিরোনামহীন’ পরিশ্রমী ব্যান্ড। আমরা আশ্বাসবাণী ও বিভ্রান্তিকর কথায় নয়, কাজে বিশ্বাসী। ‘শিরোনামহীন’ দিকনির্দেশনা দিতে পারলো যে, লক্ষ্যের প্রতি অটল বিশ্বাস এবং সততা থাকলে কীভাবে শত সংকট, বাধা বিপত্তি, সীমাবদ্ধতা ও প্ররোচনা পেরিয়ে অর্জন প্রতিষ্ঠিত হয়।” ‘দ্য অনলি হেডলাইনার’ মূলত ‘শিরোনামহীন’র ২৫ বছর পূর্তি উদযাপনের শেষ অধ্যায়। বছরব্যাপী আয়োজনে তারা এই রজত জয়ন্তী উদযাপন করেছে। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বড় কনসার্ট; যেখানে প্রথমবারের মতো রক ব্যান্ড হিসেবে মুম্বাই সিম্ফনি অর্কেস্টা ও ঢাকা সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে পারফর্ম করেছিলো ‘শিরোনামহীন’। ওই কনসার্টে ‘শিরোনামহীন’র সঙ্গে জনপ্রিয় অন্যান্য ব্যান্ডের তারকারাও পারফর্ম করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন লিংকন ডি কস্তা, শিশির, রাফা, প্রবর রিপন, বখতিয়ার, বাপ্পা মজুমদার, তূর্য্য, পলাশ, প্রান্ত, সামিত, জাহেদ, মোকাররম প্রমুখ। কয়্যারের জন্য পারফর্ম করেছে ঘাসফড়িং কয়্যার দল। এই আয়োজনের নোটেশন বইয়ের কপি ইতোমধ্যে প্যারিসের রয়্যাল ফিলহারমোনিক সোসাইটিতে সংরক্ষিত হয়েছে বলে জানান ‘শিরোনামহীন’র সদস্যরা। ব্যান্ডটির বছরব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলো ব্র্যান্ডমিথ এক্সপেরিয়েন্সিয়াল।