December 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 8:16 pm

এবার বাংলাদেশের ভারত পরীক্ষা

অনলাইন ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী রাশিয়ার কাছে তিন গোলে হেরেছে বাংলাদেশ। লড়াইয়ের ঘোষণা দিলেও আদতে ইউরোপের দলটির সঙ্গে পেরে ওঠেনি গোলাম রব্বানী ছোটনের দল। লিগ পর্বে রাশিয়ার পর তাদের সামনে এবার ভারত পরীক্ষা। আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৭টায় হবে ম্যাচ, তার আগে আগের মতোই আত্মবিশ্বাসী মনে হলো লাল সবুজ দলকে। রাশিয়ার বিপক্ষে ভালো খেলার চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি রুমা-সাগরিকারা। অনুমিতভাবে হেরেছে। তবে ভারতের বিপক্ষে আর আগের ভুল করতে চাইছে না। এ ছাড়া ভারতের সঙ্গে পারফরম্যান্সের বিচারে বড় রকমের পার্থক্য নেই। তাই উজ্জীবিত হয়েই মাঠে নামবে স্বাগতিকরা। দলটির কোচ ছোটনবলেছেন, ‘ভারতের বিপক্ষে সব বয়সভিত্তিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। হার ও জিত দুটোই আছে। এবার আমরা সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিততে চাই। রাশিয়া ম্যাচের অভিজ্ঞতা এখানে কাজে লাগানোর ইচ্ছা। খেলোয়াড়রা বিমর্ষ নেই। উজ্জীবিত হয়েই মাঠে নামবে।’ লিগ পর্বে বাংলাদেশ দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে। ভুটানকে ৮-১ গোলে হারালেও রাশিয়ার কাছে তিন গোলে হেরেছে। অন্যদিকে ভারত প্রথম ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই ভারতের বিপক্ষে ম্যাচ জেতাটা জরুরি। ছোটন বলেছেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামবো। রাশিয়ার বিপক্ষে সুযোগ কাজে লাগানো যায়নি। ভারতের বিপক্ষে গোল চাই। এর জন্য দলকে সেভাবেই খেলতে হবে।’ এর আগে দিনের প্রথম ম্যাচে রাশিয়া খেলবে ভুটানের বিপক্ষে।