December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 13th, 2023, 8:55 pm

এবার বিপিএলে শুরু থেকেই থাকছে ডিআরএস

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতি আসর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই থাকে কোনো না কোনো বিতর্ক, আলোচনা-সমালোচনা; যেমন গেল আসরের শুরু থেকেই ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), যা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল টুর্নামেন্টটি নিয়ে। তবে এবার সেই ভুলটি করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আসরের শুরু থেকেই থাকছে ক্রিকেটের এই আধুনিক প্রযুক্তিটি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গত মঙ্গলবার ডিআরএস প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ডিআরএসের সঙ্গে ইতিমধ্যে আমরা চুক্তি করেছি। আগেই চুক্তি হয়ে গেছে। তারা এভেইলেবল।’ এর আগে গেল আসরে শুরু থেকে ছিল না ডিআরএস। আর তা নিয়ে আসরের শুরু থেকেই চলে বিতর্ক। তবে ডিআরএস না থাকলেও তার পরিবর্তে রাখা হয় অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)। ক্রিকেটে এই প্রযুক্তি সম্পর্কে অনেকেই ছিল অপরিচিত। সেসময় ডিআরএস আনতে না পারার কারণে বিসিবি জানিয়েছিল, ‘বিশ্বব্যাপী অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে ডিআরএস আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিসিবি। বিশেষ করে আইপিএলের প্রভাব বেশি কাজ করেছে।’ যদিও কোয়ালিয়ার ও ফাইনাল ম্যাচে রাখা হয়েছিল ডিআরএস।