December 10, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 23rd, 2023, 7:15 pm

এবার ‘বিয়ে’ চমক নিয়ে হাজির শামীম ও অহনা

অনলাইন ডেস্ক :

শামীম হাসান সরকার ও অহনা রহমানকে চলমান সময়ের সবচেয়ে ব্যস্ত জুটি বললে ভুল হবে না। গত কয়েক মাসে তারা একসঙ্গে অন্তত দুই ডজন নাটকে অভিনয় করেছেন। শুধু অনস্ক্রিনে নয়, তাদের রসায়ন বাস্তবেও জমজমাট। অনেকের ধারণা, শামীম-অহনা প্রেমে মজেছেন। সোশ্যাল হ্যান্ডেলে দুজনের কমেন্ট চালাচালি কিংবা উপহার বিনিময় ঘুরেফিরে প্রেমের দিকেই ইঙ্গিত দেয়। প্রেমের গুঞ্জন যখন ধীরলয়ে চলছে, তার মধ্যেই আচমকা ‘বিয়ে’ চমক নিয়ে হাজির শামীম ও অহনা! গত রোববার মধ্যরাতে ফেসবুকে বিয়ের একটি হলফনামার ছবি পোস্ট করেন শামীম। যেখানে তার ও অহনার ছবি রয়েছে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। ব্যাস, মুহূর্তেই ভাইরাল হয়ে গেলো ছবিটি। সবাই বলাবলি শুরু করলো, বিয়ে করে ফেলেছেন শামীম হাসান সরকার ও অহনা। তবে অভিজ্ঞ নজরে একটু খেয়াল করলেই বোঝা যাবে, হলফনামাটি আসল নয়। হলফনামায় দুজনার ছবি যে আলাদা করে লাগানো সেটি স্পষ্ট। কারণ ছবির ওপর সিল নেই। তাছাড়া হলফনামার কোণায় লেখা আছে ২০১৩ সাল! আর বাকি ব্যাখ্যা দিলেন অভিনেতা শামীম নিজেই। জানালেন, এটি মূলত নতুন একটি নাটকের অংশ। যেটার নাম ‘কোটি টাকার কাবিন’। রিফাত আদনান পাপনের পরিচালনায় এতে শামীম-অহনা জুটি বেঁধে অভিনয় করেছেন। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি প্রচার হবে। অহনার সঙ্গে সম্পর্ককে শুধু বন্ধুত্ব বলেই দাবি শামীমের। সংবাদমাধ্যমের কাছে তার বক্তব্য ছিলো এমন, ‘এখনও এটা শুধুই বন্ধুত্ব। যদি সম্পর্ক হয়, তাহলে আমরা পাবলিকলি অবশ্যই বলবো। এটা লুকানোর কিছু নেই, লুকানো যায়ও না। ব্যাপারটা এরকম হলে আমি এখনই স্টেটমেন্ট দিয়ে দিতাম। কিন্তু সেরকম কিছু না আসলে।’ দুই পরিবারের মধ্যে শামীম-অহনার যাতায়াত রয়েছে বলেও জানান অভিনেতা। তবে বিয়ের ব্যাপারে এখনও কিছু ভাবেননি তারা। সেটা সময়-সম্ভাবনার ওপরই নির্ভর করছে।