October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 15th, 2022, 7:25 pm

এবার ভারতের গানচিত্র নির্মাণে চন্দন রায়

অনলাইন ডেস্ক :

দেশের সংগীতাঙ্গনের সবার কাছেই পরিচিত চন্দন রায় চৌধুরী। তার নির্মাণে বেশ কিছু গানচিত্র সাফল্য পেয়েছে। গানচিত্রের নির্মাণশৈলিতে ব্যাপকতা এবং দৃষ্টিনন্দন বিষয়গুলো তুলে আনার ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য। মেধাবী এই নির্মাতা এবার দেশের গ-ি ছাড়িয়ে নির্দেশনা দিলেন ভারতীয় প্রতিষ্ঠানের হিন্দি গানে। এর শিরোনাম ‘তুম আও দোবারা’। গেয়েছেন জনপ্রিয় গায়ক রাজ বর্মন। ভারতের অন্যতম বড় প্রতিষ্ঠান জি মিউজিক কোম্পানি থেকে মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রকাশ হয়েছে গানচিত্রটি। এ গানের কথা লিখেছেন আরাফাত মেহমুদ। সংগীতায়োজনে ছিলেন নাসিম অর্জুন ওয়াহিদ। এতে মডেল হয়েছেন গায়ক রাজ বর্মন ও অনিমা কাশ্যপ। তাদেরকে নিয়ে চন্দন গানচিত্রটি ধারণ করেছেন ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে। জি মিউজিকে কাজের প্রসঙ্গে চন্দন বললেন, ‘ভারত থেকে কাজের প্রস্তাব আগেও পেয়েছিলাম। কিন্তু ব্যাটে-বলে মেলেনি, তাই করা হয়নি। তবে জি মিউজিকের মতো বড় কোম্পানির কাজটি হাতছাড়া করলাম না। তাছাড়া গানটিও বেশ সুন্দর। চেষ্টা করেছি একটি মানসম্মত গানচিত্র বানাতে। বাকিটা দর্শকরা বিবেচনা করবেন।’ চন্দন জানান, জি মিউজিকের একাধিক কাছে ছোট পরিসরে যুক্ত ছিলেন তিনি। তবে এই প্রথম বড় আয়োজনের কোনো ভিডিও সম্পূর্ণ রূপে তিনি বানালেন। এই সফরে চন্দনের সঙ্গে ছিলেন ঢালিউডের নায়ক শিপন মিত্রও। তবে তাকে ক্যামেরার সামনে দেখা যায়নি। চন্দন জানান, তিনি পর্দার পেছনে থেকে সহযোগিতা করেছেন। সেজন্য এই তরুণ নায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা।