December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 6:43 pm

এবার মুরাদের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলার আবেদন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলার আবেদন করা হয়েছে। একই সঙ্গে মামলায় ভার্চুয়াল টকশোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়।

রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলাটি নেয়ার আবেদন করেন।

মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের নাতনি এবং দেশের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একজন মন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনভাবেই কাম্য নয়। এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয়,দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি,আদালত সঠিক বিচারের ব্যবস্থা নিবেন।

—ইউএনবি