অনলাইন ডেস্ক :
একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত রাশিয়া। অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিষেধাজ্ঞা বন্ধে যুদ্ধের হুমকি দিতে হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে। কিন্তু এরইমধ্যে নতুন ধাক্কা হিসেবে রাশিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ভিসা ও মাস্টারকার্ড। বিশ্বজুড়ে লেনদেনে তাদের সেবা ব্যবহৃত হয়। কিন্তু মাস্টারকার্ড এবং ভিসা জানিয়েছে, ইউক্রেনে হামলার কারণে তারা রাশিয়ায় কার্যক্রম স্থগিত করছে। এ খবর দিয়েছে বিবিসি।খবরে জানানো হয়, রাশিয়া থেকে সরে যাওয়া নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে মাস্টারকার্ড ও ভিসা। এতে বলা হয়েছে, রাশিয়ার ব্যাংকগুলো এখন আর তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে অন্য দেশের কোন ব্যবহারকারীও রাশিয়ার কোন মার্চেন্ট বা এটিএমে এসব কার্ড ব্যবহার করতে পারবেন না। মাস্টারকার্ড বলেছে, আমরা এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছিনা। এমন পদক্ষেপ নেয়ার আগে আমরা আমাদের কাস্টমার,অংশীদার ও সরকারগুলোর সঙ্গে আলোচনা করে নিয়েছি। এদিকে ভিসা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তারা রাশিয়ায় সবরকমের কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে। অন্য দেশ বা কোম্পানির ইস্যু করা কার্ড রাশিয়াতেও ব্যবহার করা যাবে না। হোয়াইট হাউজ জানিয়েছে, ভিসা ও মাস্টারকার্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম
সম্পদের অপচয় ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অটোমেটেড সরকারি আর্থিক সেবা