অনলাইন ডেস্ক :
মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। ৫১ বছরের জেনিফার বেশ কদিন ধরেই ৩০ বছর বয়সী ব্রিটিশ গায়িকা রিতা ওরার ভক্ত। রিতা অবশ্য জেনিফারের গান শুনেই বড় হয়েছেন। এবার একসঙ্গে নতুন কিছু করার চিন্তা করছেন এই দুই শিল্পী। তারা একসঙ্গে আড্ডা দিতে অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন। অবশেষে দু’জনের শিডিউল এক করতে পেরেছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে দেখা হওয়ার পর দুজন যে আলাপ করেছেন। তাতে দু’জন একসঙ্গে গাইবেন তা তো নিশ্চিত, সিনেমাও করতে পারেন। অভিনেত্রী ও গায়িকা হিসেবে জেনিফার সবসময় রিতার আইডল ছিলেন। আর জেনিফারের দেখাদেখি রিতাও সিনেমায় আসার আগে নিজের গানের ক্যারিয়ারটাকে পোক্ত করেছেন। দু’জনই দু’জনের কাজের প্রশংসায় পঞ্চমুখ থাকেন সবসময়।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ