September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 30th, 2022, 7:33 pm

এবার শুরু হচ্ছে ‘কাউন্টডাউন’

অনলাইন ডেস্ক :

প্রেম-বিয়ে বিষয়ে মিডিয়ায় ভালোই আলোচনায় থাকেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সেসব ছাপিয়ে এবার শুরু হচ্ছে তার ‘কাউন্টডাউন’। না, এই কাউন্টডাউন প্রেম বা বিয়ের ঘোষণা ঘিরে নয়। জানা গেছে, আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক। মাল্টি স্টার কাস্টিংয়ের এই ধারাবাহিকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। শাহ্ মো: নাঈমূল করিমের রচনায় এতে আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ। ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ জানান, ১১ জন বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। নির্মাতা বলেন, ‘১১ জন বন্ধু আনন্দ নিয়ে ঢাকা থেকে মালয়েশিয়া বেড়াতে গিয়ে নানা জটিলতায় জড়িয়ে পড়ে। বন্ধুত্ব থেকে প্রেম হয় আবার একটা পর্যায়ে ঘটে খুনের মতো ঘটনাও। মানে গল্পটিতে বন্ধুত্ব, প্রেম, থ্রিলার- সবই থাকছে। পুরো কাজটি শুটিং করেছি মালয়েশিয়া। ফলে গল্পের পাশাপাশি নাটকটির মাধ্যমে মালয়েশিয়ার সৌন্দর্য-সংস্কৃতি-স্থাপনার স্বাদও পাবেন দর্শকরা।’ আজ মঙ্গলবার থেকে নাটকটি নিয়মিত প্রচার হবে আরটিভিতে।