October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 10th, 2024, 7:32 pm

এবার সরকারি বিজ্ঞাপনে সরব হলেন নিরব

অনলাইন ডেস্ক :

সরকারি বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরলেন মডেল ও অভিনেতা নিরব। কোটা সংস্কার আন্দোলনের কারণে বেশ কিছুদিন তাকে শুটিংয়ে দেখা যায়নি। নিরব জানান, বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। পরিচালনায় আছেন মাহবুবা ফেরদৌস। বিজ্ঞাপন নিয়ে নিরব বলেন, ‘এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘তাপদাহ নিয়ে নির্মাণ হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপন। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের পরামর্শ দেওয়া হবে।’ বিজ্ঞাপনটি খুব শিগগিরিই টেলিভিশনে প্রচার করা হবে বলেও জানান তিনি।