অনলােইন ডেস্ক :
তাসনিম-এ-জান্নাত অর্থী ছোটবেলায় একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকটির পরিচালক ছিলেন সাইফুল ইসলাম মান্নু। পরে টানা ৯ বছরের বেশি সময় সংবাদমাধ্যমে কাজ করা অর্থীর কখনো অভিনয় করার চিন্তা মাথায় আসেনি। অর্থী এবার অভিনয় করছেন একটি সিনেমায়। নাম ‘পায়ের ছাপ’। এটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। আর প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এ প্রসঙ্গে অর্থী বলেন, ‘একজন সংবাদকর্মী হিসেবে বড় পর্দায় কাজ করা আমার জন্য অনেকটা দুঃসাহসই বলা যায়! মান্নু ভাই একজন গুণী ও অভিজ্ঞ নির্মাতা আর স্ক্রিপ্ট পড়ে চরিত্রটি আমার খুব পছন্দ হয়। তাই কাজটি করার জন্য রাজি হয়ে গেলাম। সিনেমাটিতে যাঁরা কাজ করেছেন সবাই অনেক অভিজ্ঞ। কাজটি করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আশা করি সিনেমাটি সবার কাছে ভালো লাগবে।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ