October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 22nd, 2021, 7:24 pm

এবার সিনেমায় তাহসানের নায়িকা বাঁধন

অনলাইন ডেস্ক :

এবার সিনেমায় একসঙ্গে গায়ক ও অভিনেতা তাহসান খান এবং আজমেরি হক বাঁধন। ছবিটির নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আজমেরি হক বাঁধন। অ্যাপল বক্সের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা সাদিক মাহমুদ। তাহসানও নিজের ফেসবুক পেইজে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তাহসান একটি ভিডিও বার্তায় এসে সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত বলেন। ওই সিনেমার নাম খচিত একটি কেকও পাঠানো হয়। তাহসান সেটি সবার উদ্দেশে মোবাইল ক্যামেরায় দেখান। তাহসান বলেন, এই সিনেমায় আমার সঙ্গে অভিনয় করবেন বিশ্ব জয় করে আসা অভিনেত্রী বাঁধন। আর সিনেমা ভালো হচ্ছে, আপনারা সবাই গিয়ে সিনেমা দেখুন।’ দ্রুতই সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হবে বলে জানালেও চরিত্র বা গল্পের ধরন নিয়ে কিছু বলেননি ‘অ্যা ব্লেসড ম্যানে’র পাত্র-পাত্রী। বাঁধন শুধু জানিয়েছেন, সিনেমাটির জন্য ওজন কমাচ্ছেন তিনি। এর আগে নির্মাতা সাদিক মাহমুদ ‘লাস্ট ঠাকুর’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এবার পরিচালক তার দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।