October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 24th, 2022, 8:04 pm

এবার সেলিম খানের সঙ্গে নির্বাচন করবেন ডিপজল

অনলাইন ডেস্ক :

আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেবেন শাপলা মিডিয়ার কর্ণধার। বিষয়টি গেল কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিলো চলচ্চিত্রপাড়ায় কান পাতলে। মূলত প্রযোজক হিসেবে নিজের অবস্থান শক্ত করতেই ১০০ সিনেমার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এই ১০০ সিনেমার একটি শাহ আলম মন্ডলের ‘লকডাউন লাভস্টোরি’ আজ শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। এ ছাড়া আর কোনো সিনেমা এখনো মুক্তির মুখ দেখেনি। এই ঘোষণা দিয়ে একদিকে পরিচালক সমিতিতে প্রভাব বাড়িয়েছেন। অন্যদিকে প্রযোজক সমিতিতে বাড়িয়েছেন ভোটার। গেল কয়েকদিন ধরে এফডিসিতে পা রাখলেই শোনা যায়, আসন্ন নির্বাচনকে ঘিরে ৫৩-৫৮টি ভোটার নিয়ন্ত্রণে এনেছেন বিতর্কিত ব্যবসায়ী ও প্রযোজক সেলিম খান। যেখানে মোট ভোটার ১৬৩। তাই এবারের নির্বাচনে সেলিম খান ‘স্পেশাল ওয়ান’ হিসেবে ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তার শক্তি আরও বৃদ্ধি হলো ঢালিউডের আরেক ‘স্পেশাল ওয়ান’ ডেঞ্জারম্যানখ্যাত অভিনেতা ও প্রযোজক ডিপজলকে পেয়ে। সেলিম খান প্রযোজক সমিতির সভাপতি পদে লড়বেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেবেন ডিপজল। বলার অপেক্ষা রাখে না চলচ্চিত্রের সকল সংগঠনেই ডিপজলের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে একজন দাতা হিসেবে। তাই প্রযোজক সমিতির নির্বাচনেও তিনি বরাবরই প্রভাব বিস্তার করে থাকেন। এবার নিজেই নামলেন নির্বাচনের মাঠে। ঘোষণা দিয়েছেন শাপলা মিডিয়ারই একটি গণমাধ্যমে। নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নির্বাচন করার ইচ্ছে ছিল না। আমার কাছের লোকরাও বললো। আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করেন। আর আমাকে প্রথম অফার দিলো প্রযোজক সেলিম খান। তাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাচাঁনোর জন্য আমি এবার প্রযোজক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করছি।’ ‘আমার সঙ্গে সেলিম ভাই সভাপতি হিসাবে নির্বাচন করবেন। আমি সাধারণ সম্পাদক হিসাবে করবো’- যোগ করেন ডিপজল। তিনি আরও বলেন, ‘এই সময়ে সেলিম ভাই যেভাবে একের পর এক সিনেমা তৈরি করছে তাকে আমার খুব ভালো লেগেছে। এখন তো বাজে সময়ে পার করছে ইন্ডাস্ট্রি। কত লোক বেকার হয়ে যাচ্ছে। এই ইন্ডাস্ট্রি কিভাবে বাঁচানো যায় তার জন্য কাজ করবেন তিনি। আমাকে বলেছেন। এইরকম কথার কারণে আমিও রাজি হয়েছি।’ আগামী ২১ মে প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।