October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 28th, 2023, 8:35 pm

এবার হার্ভার্ড স্কুলে ভর্তি হলেন বাবর-রিজওয়ান

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে ইনিংস উদ্বোধন করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বেশকিছু জয়ের ভীত গড়ে দিয়েছেন এই দুই ব্যাটার। এবার মাঠের বাইরেও জুটি গড়েছেন এই দুই পাকিস্তানি ব্যাটার। একসঙ্গে আমেরিকার বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলেও ভর্তি হলেন এই দুই ক্রিকেটার। প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন বাবর ও রিজওয়ান। আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত তাদের ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে।

পাকিস্তানের একাধিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রশীদ লতিফ তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে বাবর ও রিজওয়ানের নতুন শিক্ষাজীবন শুরুর ঘোষণা দিয়েছেন। টুইটে রশীদ লতিফ লিখেছেন, ‘তালহা রেহমানিকে মেন্টর বানানোর মধ্য দিয়ে বাবর আজম ও রিজওয়ান হার্ভার্ডে মর্যাদাপূর্ণ শিক্ষা কার্যক্রম শুরু করছে। ওয়ানডে র‌্যাংকিংয়ের নম্বর ওয়ান ও পাকিস্তান অধিনায়ক বাবর ও টেস্টে তার সহ-অধিনায়ক রিজওয়ান প্রথম কোনো ক্রিকেটার হিসেবে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে যোগ দেবে।

বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগের এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমে তাদের মেন্টর হিসেবে থাকবেন সায়া কর্পোরেশনের নির্বাহী প্রধান তালহা রেহমানি।’ হার্ভাডে ভর্তি হওয়া প্রসঙ্গে বাবর বলেন, ‘আমি একজন আমৃত্যু শিক্ষার্থী এবং সে ধারাবাহিকতায় ওই প্রোগ্রামের বিষয়ে প্রফেসর অ্যালবার্স ও রেহমানির সঙ্গে বিস্তারিত কথা বলেছি। বিশ্বব্যাপী বৃহৎ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়া, তাদের গভীরে প্রবেশ, বিশদভাবে জানা, শেখা ও বেড়ে ওঠার বিষয়গুলো বিশ্বসেরা এই প্রোগ্রামে ভর্তি হতে উৎসাহিত করেছে। আমি নিশ্চিত বিইএমএসের দারুণ সব অ্যাথলেট এবং উচ্চমানের কর্মকর্তাদের কাছ থেকে আমরা অনেক বিষয়ে জ্ঞানলাভ করতে পারব।’

রিজওয়ান বলেন, ‘মর্যাদাপূর্ণ বৈশ্বিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা অনেক বড় সম্মানের বিষয়। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে আমরা বিইএমএস’র অধীনে দারুণ কিছু শিখতে যাচ্ছি। নতুন এই শিক্ষাজীবনের অভিজ্ঞতার বিষয়টি আমরা সবাইকে জানাতে চাই। বিজনেস ফ্যাকাল্টি ও নির্ধারিত প্রোগ্রামের অধীনে আশা করি রোমাঞ্চকর একটা জার্নি হতে চলেছে। আগামীতে ক্রিকেটের পরবর্তী সুপারস্টারদের সামনে আমরা আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে চাই।’