অনলাইন ডেস্ক :
আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে দেশের ইতিহাসের সব থেকে ব্যয়বহুল সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। দেশ বরেণ্য কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর নাইন’ সিনেমাটি নির্মিত হয়েছে ৮৩ কোটি টাকায়। ক’দিন আগেই প্রকাশিত ট্রেলারে হলিউড ও বলিউডের একঝাঁক তারকার উপস্থিতি দেখা গেছে। এদিকে গত রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছবির বিদেশি শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এদিকে জানা গেছে, সিনেমাটি থেকে বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করেছেন নির্মাতারা। ছবির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর। ছ
বিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী আলিশা ইসলামের। তিনি ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এখানে কাজ প্রসঙ্গে আলিশা বলেন, এমন একটি সিনেমার মাধ্যমে আমার অভিষেক হচ্ছে এটা আমার জন্য বড় ব্যাপার। বড় পর্দায় নিজেকে দেখিনি। দেখতে যাবো। আশা করি ভালো লাগবে। এ ছবির জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন আলিশা। সে প্রসঙ্গে তিনি বলেন, বেশ লম্বা প্রস্তুতি নিয়েছি। ছবিটি অ্যাকশনধর্মী, তাই ফাইটিংয়ের জন্য ট্রেনিং নিয়েছি। গ্রুমিংয়ে হার্ড ওয়ার্ক করেছি। এখন ছবিটি মুক্তি পেলে দর্শক কীভাবে গ্রহণ করেন তা দেখার অপেক্ষায় আছি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ