October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 22nd, 2021, 8:18 pm

এমবাপ্পেকে নিয়ে ভাবছেন না আনচেলত্তি

অনলাইন ডেস্ক :

কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জনটা এখনও চলমান। ঠিক এই সময়েই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন অন্য কথা। তিনি দাবি করেছেন, এ বিষয়ে আসলে কিছুই জানেন না তিনি! এমনকি এমবাপ্পের দল-বদল নিয়েও ভাবছেন না। রোববার রাতে রিয়াল মাদ্রিদ মাঠে নামছে লা লিগায়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমবাপ্পে প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘আমি জানি না সে আসবে কিনা। তবে এই বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নই। আমার হাতে অনেক ভালো ও শক্তিশালী স্কোয়াড আছে। তারাই অনেক আনন্দ দিচ্ছে। আমি এখন সেদিকেই দৃষ্টি দিচ্ছি।’ আনচেলত্তির এভাবে বলার কারণ আছে। রিয়াল মাদ্রিদের ঘরে প্রচুর ট্রফি বিদ্যমান। ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে অনেক অর্জন তাদের। বর্তমান দলে করিম বেনজেমা, কাসেমিরো, লুকা মদরিচরা আছেন। এমন দল নিয়ে তাই আনচেলত্তির আত্মবিশ্বাসী সুর, ‘এই দলটি যে কোন ট্রফির জন্য লড়াই করতে পারে। আমাদের অনেক বড় তারকা আছে। আমি সবার নাম বলতে চাই না। কিন্তু আমাদের আছে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়। বলতে পারেন তারকা সমৃদ্ধ একটি দল। এখন সবাইকে নিয়ে কাজ করতে চাই।’