October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 8:16 pm

এমবাপ্পেকে পেতে মাত্র ৫০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে রিয়াল

অনলাইন ডেস্ক :

২০০ মিলিয়ন ইউরোর বেশি অঙ্কের প্রস্তাবে রাজি হয়নি পিএসজি। তবে এখন চাইলে বিনা পয়সায় কিলিয়ান এমবাপ্পেকে পেতে পারে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে চুক্তির মেয়াদ না বাড়ালে জুনের পর এমনিতেই পাওয়া যাবে তাকে। রিয়াল অতটা সময় অপেক্ষা করতে রাজি নয়। শীতকালীন বিরতিতেই সময়ের অন্যতম সেরা তারকাকে পেতে চায় তারা। এজন্য ৫০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। ইতালিয়ান এজেন্ট জিওভান্নি ব্রানচিনি খবরটা নিশ্চিত করেছেন গেজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘সবটা নির্ভর করছে পিএসজির ওপর। জানুয়ারিতে এমবাপ্পেকে পেতে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল। জুনে তাকে বিনা পয়সায় ছাড়ার চেয়ে এই টাকাটা পিএসজি নিতে চায় কি না, সেটাই দেখার।’ পিএসজি-রিয়ালের দড়ি টানাটানির মাঝেও নিজের কাজটা করে চলেছেন এমবাপ্পে। পরশু ফরাসি কাপে ভেনের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। তার কাঁধে ভর করে মেসি, নেইমারহীন পিএসজি ৪-০ গোলে জিতে নিশ্চিত করেছে শেষ ষোলো। ২৮ মিনিটে প্রথম গোলটি প্রেসনেল কেম্পেম্বের। ৫৯, ৭১ ও ৭৬ মিনিটের তিন গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।