অনলাইন ডেস্ক :
কিলিয়ান এমবাপ্পের দলবদল নাটক জমেছিল বেশ। ফরাসি ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন বলেই খবর ছিল ইউরোপিয়ান মিডিয়ায়। কিন্তু শেষ মুহূর্তে ‘ইউ-টার্ন’ নিয়ে এমবাপ্পে চুক্তি নবায়ন করেন প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে। অথচ তিনি বারবারই রিয়ালে খেলার আগ্রহের কথা শুনিয়েছেন। আর্থিক বিষয়েও মাদ্রিদের ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছিলেন বিশ্বকাপ জয়ী তারকা। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে যান। এই ঘটনার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ‘ইউ-টার্ন’ নেওয়া এই এমবাপ্পেকে তিনি চাননি দলে। এমবাপ্পের দিকে রিয়ালের নজর অনেক আগে থেকে। ফরাসি তারকা নিজেও মাদ্রিদের ক্লাবটিতে খেলতে চেয়েছেন। এ কারণে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন না। এবারের গ্রীষ্মের দলবদলে তার যোগ দেওয়ার কথা ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে। সেই অনুযায়ী আলোচনা সেরে রেখেছিলেন লস ব্লাঙ্কোদের সঙ্গে। কিন্তু হঠাৎ বাঁক বদল করে প্যারিসেই তিন বছরের চুক্তি সেরে নেন এমবাপ্পে। তাতে হৃদয় ভাঙে রিয়াল মাদ্রিদের। এমবাপ্পের ট্রান্সফার নিয়ে পেরেজ কথা বলেছেন স্প্যানিশ এক টেলিভিশন অনুষ্ঠানে। সেখানে রিয়াল সভাপতি বলেছেন, ‘এটা ওই এমবাপ্পে নয়, যাকে আমি আনতে চেয়েছিলাম। এটা অন্য কেউ, যে তার স্বপ্ন পাল্টে ফেলেছে। সে বদলে গেছে, অন্য চিন্তা-ভাবনা তার। তাকে চাপ দেওয়া হয়েছে এবং অবশ্যই সে এখন অন্য ফুটবলার।’ কেউই রিয়াল মাদ্রিদের ঊর্ধ্বে নয়, সেটিও মনে করিয়ে দিলেন পেরেজ, ‘রিয়াল মাদ্রিদের কেউই ক্লাবের ঊর্ধ্বে নয়। সে (এমবাপ্পে) দারুণ খেলোয়াড়, অন্য সবার চেয়ে বেশি কিছু জিততে পারে, তবে এটা দলীয় খেলা। আমাদের নীতি ও মূল্যবোধ আছে, যেটা আমরা বদলাতে পারবো না।’ এমবাপ্পের ওপর ক্ষোভও উগড়ে দিলেন এই বর্ষীয়ান ফুটবল সংগঠক, ‘যে এমবাপ্পে এখানে আসতে চেয়েছিল, সে এটা নয়। যদি তা-ই হয়, তাহলে আমি বলবো সে পিএসজিতেই থাকুক। স্বপ্ন দেখতে জানে এমন কাউকে আমি চাই। এই এমবাপ্পে আমার এমবাপ্পে নয়, যে তার জাতীয় দলের হয়ে প্রচারণায় অংশ নিতে অস্বীকৃতি জানায়ৃ। (এমন কাউকে) আমি চাই না।’
আরও পড়ুন
বাংলাদেশে টেস্ট কালচার গড়ে উঠতে আরও সময় লাগবে: পাপন
ইংল্যান্ড সফরে মায়াঙ্ক
অবশেষে জয় পেলো মোহামেডান