অনলাইন ডেস্ক :
অতিধনীদের কয়েকজনের সম্পদের পরিমাণ এতই বেশি যে, তাদের মোট সম্পদের অতিক্ষুদ্র একটি অংশ খরচ করলেও বিশ্বকে ক্ষুধামুক্ত করা সম্ভব। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বেসলি এমনটাই মনে করেন। সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড বেসলি বলেন, ‘ধনকুবেরদের এখনই, একবারের জন্য হলেও এগিয়ে আসতে হবে। বিশ্বজুড়ে খাদ্যের অভাবে ৪২ মিলিয়ন মানুষ আক্ষরিক অর্থে মরতে বসছে, তাদের জন্য ৬ বিলিয়ন ডলার প্রয়োজন। সাক্ষাৎকারে টেসলার মালিক এলন মাস্ক ও অ্যামাজনের মালিক জেফ বোজেসের নাম উল্লেখ করেন বিশ্ব খাদ্য সংস্থার প্রধান। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, টেসলার প্রধান নির্বাহী এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮৯ বিলিয়ন মার্কিন ডলার। তার সম্পদের দুই শতাংশ হয় ৬ বিলিয়ন ডলার। অর্থাৎ, বিশ্ব খাদ্য সংস্থার প্রধান বিশ্বকে ক্ষুধামুক্ত করতে এলন মাস্কের মাত্র ২ শতাংশ সম্পদ ব্যয় করার আহ্বান করেছেন। বেসলি বলেন, করোনাভাইরাস মহামারি, জলবায়ু পরিবর্তনের মতো কয়েকটি সংকটের ঝড় বিশ্বে ক্ষুধা বাড়াচ্ছে। আফগানিস্তানের অর্ধেক মানুষ চরম ক্ষুধার সম্মুখীন।
আরও পড়ুন
জান্তা আদালতে হয়রানির শিকার আইনজীবীরা : এইচআরডব্লিউ
আমাজনে বনউজাড় ৩১ শতাংশ কমেছে
গ্রিনহাউস গ্যাস নির্গমন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে